পবিপ্রবি খুলছে কাল 

ফানাম নিউজ
  ২৯ সেপ্টেম্বর ২০২১, ২০:১১

করোনাভাইরাসের কারণে দীর্ঘ এক বছর সাত মাস ১২ দিন পর অবশেষে আগামীকাল ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) খুলছে দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপিঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। এ ক্ষেত্রে আপাতত বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের সপ্তম সেমিস্টারের ও মাস্টার্সের ছাত্রছাত্রীদের জন্য আবাসিক হলগুলো খুলে দেওয়া হচ্ছে। সূত্র: আরটিভি

আগামী ১৮ অক্টোবর থেকে খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। এ জন্য প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য ডবল ডোজ এবং অন্যান্য সেমিস্টার ও মাস্টার্সের ছাত্রছাত্রীদের জন্য প্রথম ডোজের টিকা গ্রহণের প্রমাণপত্র দেখিয়ে হলে প্রবেশ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের কারণে ২০২০ সালের ১৮ মার্চ থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। পরবর্তীতে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ ও পরীক্ষা গ্রহণ করা হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিলে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৪৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩০ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম ও আবাসিক হলগুলো খুলে দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়।