দিনাজপুরে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

ফানাম নিউজ
  ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৬
আপডেট  : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৩

দিনাজপুরের বিরামপুরে ঘোড়াঘাট রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিনজন নিহত হয়েছেন। বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

গেটম্যান সাইফুজ্জামান জানান, লেভেলক্রসিং গেটের কাজ চলছে। ট্রেন আসার সময় রশি দিয়ে গেট বন্ধ করা হয়েছিল। প্রাইভেটকার চালক সেটি না দেখে লাইনের ওপর গাড়ি উঠিয়ে দেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ঘোড়াঘাট রেলঘুন্টি এলাকা পার হওয়ার সময় হিলিগামী একটি প্রাইভেটকার লাইনে উঠে যায়। এ সময় প্রাইভেটকারে ছয় থেকে সাতজন যাত্রী ছিলেন। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।