ইভ্যালিকাণ্ডে জামিন মিলল তাহসানের

ফানাম নিউজ
  ২০ জানুয়ারি ২০২২, ১৯:০১

ই-কমার্স কম্পানি ইভ্যালির বিরুদ্ধে এক ক্রেতার করা মামলায় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানের আগাম জামিন হয়েছে হাইকোর্টে।

বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার তাকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন। জামিনের মেয়াদ শেষে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। সে সময় তিনি জামিন আবেদন করলে তা বিবেচনা করতে বলা হয়েছে।

জামিন আবেদনের শুনানির সময় তাহসান খান তার আইনজীবীর চেম্বার থেকে ভিডিও টেলিকনফারেন্সিং প্ল্যাটফর্মের মাধ্যমে আদালতে যুক্ত ছিলেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সানজিদা খানম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহিউদ্দিন দেওয়ান।

জামিন আদেশের আগে শুনানিতে তাহসান খানকে উদ্দেশ করে হাইকোর্ট বলেন, সেলিব্রিটিদের দায়িত্ব অনেক বেশি। কিছু লোক সেলিব্রিটিদের দেখেই পাগলের মতো দৌড়ায়। আপনাদের দেখে যুবসমাজ হুমড়ি খেয়ে পড়ে। আপনাদের অবস্থান সম্পর্কে আপনাদের খেয়াল থাকা দরকার।

পরে আইনজীবী সানজিদা খানম বলেন, ‌‘শুভেচ্ছা দূত হিসেবে গত বছরের ৫ মার্চ তাহসান খানের সঙ্গে ইভ্যালির মধ্যে চুক্তি হয়। পরে যখন তিনি বুঝতে পারেন কম্পানিটি প্রতারণা করছে, চুক্তির দুই মাসের মাথায় গত বছর ২৫ মে তিনি শুভেচ্ছা দূতের পদ থেকে পদত্যাগ করেন। ইভ্যালি তার পদত্যাগপত্র গ্রহণ করে ২৮ মে। আর এ মামলা হয়েছে পদত্যাগের আট মাস পর গত ৪ ডিসেম্বর। ফলে মামলা যখন হয়েছে তখন তাহসানের সঙ্গে ইভ্যালির কোনো সম্পর্ক ছিল না। সুতরাং ইভ্যালি সংক্রান্ত তার কোনো দায় থাকতে পারে না। এমনকি তাহসান খানের বিরুদ্ধে মামলাটি চলতে পারে না। এ যুক্তিতে জামিন চাওয়া হয়েছিল। আদালত ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।’

সাদ স্যাম রহমান নামের এক ব্যক্তি নিজেকে ইভ্যালির এক গ্রাহক হিসেবে পরিচয় দিয়ে ৪ ডিসেম্বর ঢাকার ধানমণ্ডি থানায় ৯ জনের নামে মামলা করেন।

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল, তার স্ত্রী ও কম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনের পাশাপাশি গায়ক তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকেও আসামি করা হয়। পরে মিথিলা ও ফারিয়াকে গত বছর ১৩ ডিসেম্বর আট সপ্তাহের আগাম দিয়েছিলেন হাইকোর্ট।

তাহসান, মিথিলা ও শবনম ফারিয়ার বিরুদ্ধে বাদীর অভিযোগ, আসামিরা ‘প্রতারণার মাধ্যমে’ তার কাছ থেকে তিন লাখ ১৮ হাজার টাকা আত্মসাৎ করেছেন। তখন ইভ্যালির সঙ্গে যুক্ত তাহসান, মিথিলা ও ফারিয়ার উপস্থিতি ও তাদের ‘প্রমোশনাল’ কথাবার্তায় প্রলুব্ধ হয়ে তিনি পণ্যের অর্ডার করেছিলেন।

গাড়ি, মোটরসাইকেল, গৃহস্থালির আসবাবপত্র, স্মার্ট টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন বিলাসী পণ্য অর্ধেক দামে বিক্রির প্রলোভন দেখিয়ে গ্রাহকদের নজরে এসেছিল ইভ্যালি।

চটকদার ‘অফারের’ প্রলোভনে অনেকেই বিপুল অংকের টাকা অগ্রিম দিয়ে পণ্যের অর্ডার করেছিলেন পরে বেশি দামে বিক্রি করে ভালো লাভ করার আশায়।

কিন্তু তাদের অনেকে মাসের পর মাস অপেক্ষা করেও পণ্য বুঝে পাননি, ইভ্যালি অগ্রিম হিসেবে নেওয়া তাদের টাকাও ফেরত দেয়নি। এভাবে প্রলোভনে পড়ে ব্যাংকঋণ, ধার-দেনা করে, জমি বা গয়না বেচে সেই টাকা ইভ্যালিতে লগ্নি করে এখন মহাবিপদে আছেন বহু গ্রাহক।

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী কম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ইতোমধ্যে গ্রাহকের করা প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: কালের কণ্ঠ