ক্যাম্পাস থেকে পু‌লিশ প্রত্যাহারের আশ্বাস আ.লীগ নেতাদের

ফানাম নিউজ
  ১৮ জানুয়ারি ২০২২, ২৩:২৫

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে ক্যাম্পাস থেকে পু‌লিশ প্রত‌্যাহার করে নেওয়ার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের নেতারা।

মঙ্গলবার বেলা তিনটার দিকে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করা শিক্ষার্থীদের উদ্দেশে এই আশ্বাস দিয়েছেন তাঁরা। এ সময় শিক্ষার্থীদের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ‌ফিউল আলম চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধা‌রণ সম্পাদক জা‌কির হোসেন ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ।

বিশ্ববিদ্য়ালয় ক্যাম্পাস থেকে পু‌লিশ প্রত্যা হারের বিষয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করা সিলেট মহানগর পু‌লিশের উপক‌মিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, বিশ্ববিদ্য়ালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বিশ্ববিদ্য়ালয় প্রশাসনের অনুরোধেই আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে তারা (পুলিশ)। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নির্দেশনায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতির য‌দি অবনতি না ঘটে, তবে তারা (পুলিশ) চলে যাবে।

বেগম সিরাজুন্নেসা হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তিন দফা দাবিতে গত বৃহস্পতিবার রাতে হলের কয়েক শ ছাত্রী উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলনের শুরু করেন।

গত রোববার অবরুদ্ধ উপাচার্যকে মুক্ত করতে শিক্ষার্থীদের লাঠিপেটার পাশাপাশি শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। ওই দিন রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান উপাচার্য। তবে শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত না মেনে পুলিশের হামলার প্রতিবাদে এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে রোববার রাতে থেকে আন্দোলন করছেন।