লঞ্চে অগ্নিকাণ্ড: এখনও নিখোঁজদের অপেক্ষায় স্বজনেরা

ফানাম নিউজ
  ০১ জানুয়ারি ২০২২, ১১:৪১

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যহত রয়েছে। এখনও পর্যন্ত নতুন করে কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি। সূত্র: আরটিভি

শনিবার (১ জানুয়ারি) নবম দিনে সকাল থেকে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের, নৌ পুলিশ সদস্যরা স্পিডবোট ও ডুবুরি নিয়ে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

এর আগে তিন দিনের উদ্ধার অভিযানে নদী থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজদের অপেক্ষায় আছেন স্বজনেরা। নিখোঁজ স্বজনদের মরদেহ যেন বাড়ি নিয়ে যেতে পারেন, সেই অপেক্ষায় আছেন স্বজনরা।

এদিকে ঝালকাঠি লঞ্চ টার্মিনালে রাখা পোড়া লঞ্চটি সরিয়ে সুগন্ধা নদীর ডিসি পার্কের কাছে রাখা হয়েছে।

অগ্নিকাণ্ডের পর ঝালকাঠি সদর থানায় দায়ের হওয়া দুই মামলায় পোড়া লঞ্চটিকে জব্দ দেখিয়েছে সদর থানা পুলিশ। মামলা ও তদন্ত কমিটির পরিদর্শণের কারণে পোড়া লঞ্চটিকে ঝালকাঠিতে রাখতে হচ্ছে।

গত বৃহস্পতিবার মধ্যরাতে ঝালকাঠির সুগন্ধা নদী অতিক্রমকালে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন। প্রাণ বাঁচাতে নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ রয়েছেন অনেকে।