শিরোনাম
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চ এমভি অভিযান-১০-এ আগুনের ঘটনায় পঞ্চম দিনে আরও এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। সূত্র: আরটিভি
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে কোস্টগার্ড কর্মকর্তা আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ১টা ৪০ মিনিটে চরভাটারকান্দা গ্রামসংলগ্ন বিষখালী নদী থেকে মরদেটি উদ্ধার করা হয়। এ নিয়ে আজ মোট দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ড কর্মকর্তা আলমগীর হোসেন জানান, নিয়মিত উদ্ধার অভিযান চালানোর সময় দুপুরে চরভাটারকান্দা গ্রামসংলগ্ন বিষখালী নদীতে এক কিশোরের মরদেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করেছি। তার বয়স আনুমানিক ১৫ বছর হবে। মরদেহ উদ্ধার করে ঝালকাঠি লঞ্চ টার্মিনালে নিয়ে এসেছি। পরে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সুগন্ধা নদীর মাঝখান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ৫১ জনের তালিকা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।