শিরোনাম
চতুর্থ ধাপে লক্ষ্মীপুরে ১৫টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রোববার (২৬ ডিসেম্বর)। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম। কাল রোববার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। সূত্র: আরটিভি
এদিকে চেয়ারম্যান পদপ্রার্থীরা ইচ্ছামতো প্রচার নির্বাচনী চালাচ্ছেন। এরই মধ্যে আচরণবিধি লঙ্ঘন করায় পাঁচটি অভিযানে এক লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অন্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের সতর্ক করা হয়।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট নিতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
১৫টি ইউনিয়নে মোট ৭৯ জন চেয়ারম্যান প্রার্থী। সবকয়টি ইউনিয়নে একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এরই মধ্যে ১৯ চেয়ারম্যান পদপ্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।