‘বীরাঙ্গনা’ মাজেদাকে কেন ভাতা দেওয়া হবে না : হাইকোর্ট

ফানাম নিউজ
  ২২ ডিসেম্বর ২০২১, ১৬:১৫

বীরাঙ্গনা’ মাজেদাকে মুক্তিযোদ্ধা হিসেবে কেন ভাতা দেওয়া হবে না—জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে কেন তাকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। সূত্র: আরটিভি

আগামী চার সপ্তাহের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ ছাড়া মাজেদাকে মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করে জারি করা গেজেট বাতিলের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) বিচারপতি মো. মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম ও ব্যারিস্টার সাবরিনা জেরিন।

রানীশংকৈল উপজেলার রাউতনগর গ্রামের মৃত তসলিম উদ্দীনের স্ত্রী মাজেদা ‘বীরাঙ্গনা’ হিসেবে চার বছরের বেশি সময় ধরে মুক্তিযোদ্ধার ভাতা ও সুযোগ-সুবিধা পেয়েছিলেন।

কিন্তু ২০২০ সালের ২০ অক্টোবরের গেজেটে ওই এলাকার মৃত দারাজ উদ্দিনের স্ত্রী মাজেদাকে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়। এতে মৃত তসলিম উদ্দীনের স্ত্রী মাজেদার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল এবং ভাতা ও সুযোগ-সুবিধা বন্ধ করা হয়। গত ২১ ডিসেম্বর তিনি এ নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন তিনি।