চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের প্রচারণা তুঙ্গে

ফানাম নিউজ
  ২১ ডিসেম্বর ২০২১, ১৬:০৯

চতুর্থ ধাপে সারাদেশে ৮৪০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে আগামী (রোববার) ২৬ ডিসেম্বর। এরই মধ্যে বিভিন্ন এলাকায় পুরোদম চলছে নির্বাচনী প্রচারণা। বিভিন্ন স্থানে হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটেছে। সূত্র: আরটিভি

ভোট গ্রহণের দিন যতই এগিয়ে আসছে, জয়ের জন্য প্রার্থীরা মরিয়া হয়ে উঠছেন। চতুর্থ ধাপে টাঙ্গাইলের তিনটি উপজেলার ২২টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা দল বেঁধে নির্বাচনী এলাকা সরগরম করে তুলছেন। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

এদিকে, প্রায় প্রতিটি ইউনিয়নেই রয়েছে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী। নিজেদের শক্তিকে জানান দিতে প্রার্থীদের মধ্যে প্রায়ই ঘটছে হামলা ও সংঘর্ষের ঘটনা। এতে আহত হয়েছে শতাধিক মানুষ।

টাঙ্গাইলের জেলা নির্বাচন অফিসার এ এইচ এম কামরুল ইসলাম  বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।

এদিকে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারাদেশে দলীয় মনোনয়ন দিলেও আওয়ামী লীগের ভোট ব্যাংক খ্যাত মাদারীপুরের শিবচরে কাউকে দলীয় দেয়নি আওয়ামী লীগ।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। প্রার্থীরা নির্বাচনীয় আচরণবিধি লঙ্ঘন করলে জরিমানা করা হচ্ছে।