৩০ ভাগ সিলেবাসে পরীক্ষার দাবি

ফানাম নিউজ
  ১৮ ডিসেম্বর ২০২১, ১৭:৫১

করোনাভাইরাসের কারণে ১৮ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ফলে পড়ালেখা না হওয়ায় ৭০ ভাগের পরিবর্তে ৩০ ভাগ সিলেবাসে পরীক্ষার দাবিতে দিনাজপুরের হিলিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সূত্র: আরটিভি

হাকিমপুর (হিলি) উপজেলার বিভিন্ন স্কুলে অধ্যায়নরত ২০২২ ব্যাচের এসএসসি পরিক্ষার্থীদের আয়োজনে, শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী হাকিমপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে দীর্ঘ ১৮ মাস সারাদেশের ন্যায় হাকিমপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। যার কারণে পড়ালেখা তেমনভাবে হয়নি। তাই ৭০ ভাগ সিলেবাসে পরীক্ষার পরিবর্তে ৩০ ভাগ সিলেবাসে পরিক্ষা নেওয়ার দাবি করছি আমরা। ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের যে পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছে সেভাবে পরীক্ষার দাবিতে আমাদের এই আন্দোলন চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।