শিরোনাম
নানান আনুষ্ঠানিকতায় মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বিজয়ের ৫০ বছর পূর্তির এ আয়োজনে ছিল জাতীয় পতাকা ও সোসাইটির পতাকা উত্তোলন, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও রক্ত সংগ্রহ কার্যক্রম। সূত্র: আরটিভি
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সোসাইটির জাতীয় সদর দপ্তরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন করেন সোসাইটির ভাইস চেয়ারম্যান নুর-উর-রহমান। সোসাইটির মহাসচিব ফিরোজ সালাহউদ্দিন উত্তোলন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পতাকা। এ সময় সোসাইটির কোষাধ্যক্ষ আবদুছ সালাম, ব্যবস্থাপনা পর্ষদের সদস্য রাজিয়া সুলতানা লুনা, উপমহাসচিব মো. রফিকুল ইসলামসহ পরিচালকবৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে সোসাইটির ভাইস চেয়ারম্যান নুর-উর-রহমানের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সোসাইটির ব্যাস্থাপনা পর্ষদের সদস্য আতিকুল হক শামীম, মহাসচিব ফিরোজ সালাহ উদ্দিন, উপমহাসচিব মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের দায়িত্বরত পরিচালকবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা।
এ ছাড়াও দিবসটি উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে, সাভারের লোকপ্রশাসন কেন্দ্রে, নারায়ণগঞ্জে ও চট্টগ্রামে রক্ত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।