শিরোনাম
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ইজিবাইক-পিকআপ সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৪ জন। সূত্র: আরটিভি
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা সোয়া ১১টায় উজলার তালমা ইউনিয়নের মানিকনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সালথার কুমারপট্টি এলাকার মৃত রব্বানি শেখের স্ত্রী নবীরুন নেসা (৫৫) ও রফিক শেখের মেয়ে ময়না আক্তার (১৮)। অন্যদিকে আহত ৪ জনের মধ্যে ৩ জনের নাম পাওয় গেছে। তারা হলেন সালথার মাঝারদিয়া এলাকার বাসিন্দা হান্নানের ছেলে নিজামুদ্দিন (১৮), একই এলাকার সাদ্দামের স্ত্রী সুমি বেগম (২১) ও কন্যা সায়মা (৩)।
তালমা ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে ফরিদপুরের সালথা থেকে নগরকান্দা হয়ে ইজিবাইকে করে ফরিদপুরে যাচ্ছিলেন সালথার মাঝারদিয়া এলাকার ৬ যাত্রী। এ সময় তাদের বহনকারী ইজিবাইক তালমার মানিকনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ২ জন নিহত হন। পরে আহত ৪ জনকে হাসপাতালে নেওয়া হয়।
নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, মৃতদেহ ভাঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আর আহত ৪ জনকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।