শিরোনাম
রাজারবাগের পীর ও তার সহযোগীদের নজরদারিতে রাখতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে (সিটিটিসি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সূত্র: আরটিভি
রোববার (৫ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এসব নির্দেশ দেন।
একইসঙ্গে তদন্তের স্বার্থে সিআইডি, সিটিটিসি ও দুর্নীতি দমন কমিশন চাইলে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞাও দিতে পারবে জানায় আদালত।
পীর দিল্লুরের ৩ সহযোগী হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সাকেরুল কবির, সদর উপজেলার ফারুকুর রহমান এবং কুমিল্লার মফিজুল ইসলাম।
এদিন আদালতে সিটিটিসির একটি প্রতিবেদন দাখিল করা হয়। যেখানে বলা হয়, রাজারবাগ পীর ও তার অনুসারীরা জঙ্গিবাদ ছড়িয়ে দেওয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের কার্যক্রম দেশের প্রচলিত আইন, সংবিধান ও মুক্তিযুদ্ধের মূল চেতনার পরিপন্থী এবং সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রতি বিরোধী। তারা ভিন্ন ধর্মের মানুষদের মালাউন উল্লেখ করে তাদের হত্যা করা ইমানি দায়িত্ব বলে ফতোয়া প্রচার করেছে, যা বাংলাদেশের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি ও আনসার আল ইসলামের মানুষকে হত্যা করার ফতোয়ার অনুরূপ।