পটুয়াখালী থেকে ৩৬ মণ জাটকা জব্দ

ফানাম নিউজ
  ২৬ নভেম্বর ২০২১, ১৭:২৯

পটুয়াখালীতে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে পটুয়াখালীর ব্রিজের টোল প্লাজায় এস এ ট্রাভেল নামের একটি পরিবহন ও একটি নসিমন থেকে ১ হাজার ৪৪০ কেজি (৩৬ মণ) জাটকা ইলিশ জব্দ করেছে র‌্যাব।

এ সময় জাটকা পরিবহনের দায়ে এস এ ট্রাভেলের সুপারভাইজার পলাশকে ৫ হাজার টাকা ও নসিমনের চালক দ্বীন ইসলামকে দুই হাজার টাকা জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

পরে জব্দকৃত মাছ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন মাহমুদের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও মাদরাসাছাত্রদের মাঝে বিতরণ করা হয়।

র‌্যাব জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসএ ট্রাভেল থেকে জাটকা ইলিশের ১৬টি ডোল এবং নসিমন থেকে দুটি ডোল জব্দ করা হয়। র‌্যাবের জাটকাবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।