গ্যালারিজুড়ে ভাঙাচোরা চেয়ার, দর্শকদের নানা দুর্ভোগ

ফানাম নিউজ
  ২৬ নভেম্বর ২০২১, ১৬:২৮

দীর্ঘ ২ বছরের বেশি সময় পর আবার দর্শক ফিরেছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট সিরিজের প্রথমটি উপভোগ করছেন তারা। তবে এই উপভোগের মাঝে আছে অতৃপ্তি আর অস্বস্তির ছাপ। পকেটের টাকা খরচ করে টিকিট কেটে মাঠে এসে চেয়ারে বসতে পারছেন না অনেকে।

টি-টোয়েন্টি ম্যাচ হলেও সহ্য করা যেত। কিন্তু লঙ্গার ভার্সন টেস্ট ম্যাচে আর কতোটা সময় দাঁড়িয়ে থাকা যায়! পুরো ৯০ ওভার কি তবে গ্যালারিতে ফেরা সমর্থকরা দাঁড়িয়ে দেখবেন! তার বসবেন কোথায়? গ্যালারির কোথাও চেয়ার আছে কোথাও নেই। আর অনেক চেয়ারের অবস্থা একেবারেই নাজুক।

বসার মতো অবস্থায় নেই সেগুলো। বসলে উল্টো দুর্ঘটনা ঘটতে পারে। অধিকাংশ চেয়ারই ভাঙা। অনেকের মতে এসব ভাঙা চেয়ার না থাকলেই যেন ভালো হতো। ফ্লোরে বসে খেলা দেখা যেত।

এদিকে মাথার উপর নেই কোনো ছাউনি। ইস্টার্ন গ্যালারির সমর্থকই বেশি। কিন্তু এই গ্যালারিতে নেই কোন রোদ-বৃষ্টি প্রতিরোধী ছাদ। এখনবধি শীত সেভাবে না পড়ায় এই রোদে অনেকে কষ্ট পাচ্ছেন।

ক্ষোভ উগড়ে দিয়ে এক দর্শক বললেন, ‘এমনিতেই বসার জায়গা নেই। প্রায় সব চেয়ারই ভাঙা। এর মধ্যে রোদ। রোদের কারণে গ্যালারি যাওয়া কষ্টকর।’

প্রসঙ্গত, ২২ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে করোনার কারণে খেলা দেখার সুযোগ পাচ্ছেন ৫ হাজার সমর্থক। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আধুনিকায়ন করা হয়। সে সময় গ্যালারিতে বসানো প্লাস্টিকের চেয়ারগুলো বসানো হয়। কিন্তু দশ বছরে রক্ষণাবেক্ষণের অভাবে চেয়ারগুলোর বেহাল দশা এখন। সূত্রঃ যুগান্তর