ইজিবাইকচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

ফানাম নিউজ
  ২৫ নভেম্বর ২০২১, ১৬:৩৭
আপডেট  : ২৬ নভেম্বর ২০২১, ০১:০৪

গোপালগঞ্জে ইজিবাইকচালক জাহিদুল হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের খালিদ ফকির, রাজ্জাক মোল্লা, বিপুল ফকির, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের হাসান শেখ এবং নড়াইলের লোহাগাড়া উপজেলার চাচই গ্রামের ফসিয়ার মোল্লা। তারা সবাই পলাতক আছেন।

মামলায় বলা হয়, ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলা সদরের কাঁচা বাজার এলাকা থেকে জাহিদুলের ইজিবাইক ভাড়া করে দণ্ডিতরা। এর পর তিনি নিখোঁজ হন। কাশিয়ানীর গোপালপুর গ্রামের ভুলবাড়িয়া ব্রিজের কাছ থেকে ২ অক্টোবর পুলিশ জাহিদুলের মরদেহ উদ্ধার করে। পরে এ ঘটনায় জাহিদুলের বাবা সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামের নজরুল ইসলাম বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেন। তদন্তে আরও ৩ জনের সম্পৃক্ততা পায় পুলিশ। পরে ৫ জনের নামে চার্জশিট দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শহিদুজ্জামান খান এই তথ্য নিশ্চিত করেছেন।