‘শিশু বক্তা’ রফিকুলের জামিন আবেদন খারিজ

ফানাম নিউজ
  ২৩ নভেম্বর ২০২১, ১৩:১৩

ডিজিটাল নিরাপত্তা আইনে দুই মামলায় ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানির (২৭) জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২২ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গণি ও মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ এ আদেশ দেন। তবে মঙ্গলবার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

উল্লেখ্য, রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গত ৭ এপ্রিল রফিকুলকে আটক করে র‌্যাব। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলাসহ কয়েকটি মামলা করা হয়।

গত ১১ এপ্রিল মাদানির বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় এবং রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

এদিকে গত ৩০ সেপ্টেম্বর ময়ময়সিংহের কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় রফিকুল হাইকোর্ট থেকে জামিন পান।