শিরোনাম
শীর্ষ জঙ্গি সদস্য সালাউদ্দিন সালেহীনের ফাঁসি বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
জামালপুরে গণি গোমেজ হত্যা মামলায় মঙ্গলবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। এ ছাড়া ওই মামলার আরেক আসামি রাকিব মারা যাওয়ায় তার আপিল অকার্যকর করা হয়েছে।
২০১৪ সালে টাঙ্গাইলে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে সালেহীনসহ তিন সঙ্গীকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। তখন থেকে তিনি পলাতক। তবে জঙ্গি রাকিবকে গ্রেপ্তার করতে গেলে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হন।
উল্লেখ্য, ২০০৪ সালে জামালপুরের গণি গোমেজকে হত্যা করেন জেএমবির জঙ্গিরা। ওই মামলায় ২০০৬ সালে সালেহীন ও রাকিবকে গ্রেপ্তার দেখানো হয়। ওই বছরই ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ তাদের মৃত্যুদণ্ড দেন। পরে ফাঁসি বহাল রাখেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন জঙ্গিরা; যা আজ বহাল রেখেছে আপিল বিভাগ।