‘হাফ ভাড়া’ নিয়ে মারামারি, জবি শিক্ষার্থী আটকের ঘটনায় বিক্ষোভ

ফানাম নিউজ
  ১৮ নভেম্বর ২০২১, ০৮:০৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে আটক করে থানায় নেওয়ার ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১৭ নভেম্বর) রাত ৮টা-১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাখারি বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করেন আটক শিক্ষার্থীর সহপাঠীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানি এবং বাসের হাফ ভাড়া না নেওয়ায় প্রতিবাদ করতে গেলে বিহঙ্গ বাসের হেলপারের সঙ্গে কয়েকজন শিক্ষার্থীর মারামারি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ফাহিমকে আটক করে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যায় কোতোয়ালি পুলিশ।

সদরঘাট পুলিশ বক্সের দায়িত্বে থাকা এসআই নাহিদুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাইরে এক ছেলেকে ধরে নিয়ে এসে চাঁদার জন্য মারছিল। তখন বিহঙ্গ পরিবহনের কামাল গিয়ে ঘটনা কী জানতে চাইলো। তখন তাকে ছাত্ররা মারা শুরু করে। আমি তাকে (কামালকে) নিয়ে হাসপাতালে আছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল জানান, বাসের হেলপারের সঙ্গে শিক্ষার্থীদের ভুল বোঝাবুঝি হয়েছে। এ ঘটনায় এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আমরা থানায় আছি। লালবাগ জোনের ডিসি ও প্রক্টরিয়াল বডির সঙ্গে বসে ঘটনা সমাধানের চেষ্টা চলছে। শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হবে। অবরোধও তুলে নেবে শিক্ষার্থীরা।

সূত্র: জাগো নিউজ