শিরোনাম
হত্যার হুমকি পাওয়ার পর নিরাপত্তা পাননি। হুমকিদাতাদের ধরা হয়নি। তাই প্রতিবাদ হিসেবে কাফনের কাপড় কিনে তার রশিদ পাঠিয়েছেন রিটার্নিং অফিসারের কাছে।
শুক্রবার রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল লতিফ কাফনের কাপড় কেনার পর এর রশিদ রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠান। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে যে কোনো সময় হত্যা করা হতে পারে বলে থানায় অভিযোগ দিয়েছেন আব্দুল লতিফ।
তিনি বলেন, জাহানাবাদ ইউনিয়নে তিনি এবার দলের মনোনয়ন চেয়ে পাননি। স্বতন্ত্র প্রার্থী হয়ে ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। ফলে গত কয়েকদিন ধরেই তাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এরই মধ্যে তিনি মোহনপুর থানায় একাধিকবার অভিযোগ দিয়ে জীবনের নিরাপত্তা চেয়েছেন। কিন্তু তার কোনো অভিযোগই পুলিশ আমলে নেননি। হুমকি দাতাদের শনাক্ত করার চেষ্টা করেননি।
অথচ যেসব মোবাইল ফোন থেকে হত্যার হুমকি আসছে সেগুলি তিনি থানায় জমা দিয়েছেন। রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তাকেও দিয়েছেন। কিন্তু অজ্ঞাত কারণে তার অভিযোগ আমলে নেওয়া হচ্ছে না। অথচ পুলিশ চাইলেই হত্যার হুমকিদাতাদের সহজেই শনাক্ত করতে পারেন।
আব্দুল লতিফ আরও বলেন, আমি ধরে নিয়েছি আমাকে যে কোনো সময় প্রাণে মেরে ফেলা হতে পারে। এ কারণে আমি শুক্রবার বাজার থেকে কাফনের কাপড় কিনে এনেছি। কাফন কেনার রশিদ আবেদনের সঙ্গে রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়েছি।
জাহানাবাদ ইউনিয়ন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার জয়নুল আবেদিন বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। সেই আবেদনের সঙ্গে কাফনের কাপড় কেনার ক্যাশ মেমো সংযুক্ত করেছেন। আমরা পুলিশকে অনুরোধ করেছি তাকে হত্যার হুমকিদাতাদের শনাক্ত করে যেন দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয়। সূত্রঃ যুগান্তর