শিরোনাম
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ২০টি বসতঘর পুড়ে গেছে। এ সময় শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছেন।
বুধবার (১০ নভেম্বর) ভোরে ওই এলাকার ১ নাম্বার ওয়ার্ডের রঙ্গিপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে ভোর পৌনে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ঘটনায় লাকি আক্তার প্রকাশ আনু (৪২), মো. মনির হোসেন (১৮) ও ৭ মাস বয়সী এক শিশু দগ্ধ হয়েছে বলে স্থানীয় শিক্ষক মো. মনির আহমদ জানিয়েছেন। তবে হাটহাজারী ফায়ার সার্ভিস জানায়, তারা ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ কাউকে পায়নি কিন্তু শুনেছেন যে আগুনে দগ্ধ হয়েছে।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাহামি সাবের চৌধুরী বলেন, বুধবার (১০ নভেম্বর) ভোর রাতে দগ্ধ অবস্থায় শিশুসহ ৩ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের লিডার ফজলে মিয়া জানান, বুধবার (১০ নভেম্বর) ভোরে পৌরসভার রঙ্গিপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২০টি বসতঘর পুড়ে গেছে। সূত্রঃ আরটিভি