শিরোনাম
রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ডেপুটি কন্ট্রোলারের মৃত্যু হয়েছে। তার নাম আশরাফুল আলম (৪৫)।
শনিবার রাতে হেঁটে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন তিনি। আশরাফুল জামালপুর সদর উপজেলার আলাউদ্দিনের ছেলে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) এসআই সিকান্দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের খালু রেজাউল মাসুম বলেন, আশরাফুল তার স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। তিস্তা এক্সপ্রেস ট্রেন থেকে খিলগাঁওয়ে নেমে হেঁটে রেললাইন পার হচ্ছিলেন তিনি। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আরেকটি ট্রেন তাকে ধাক্কা দেয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই সিকান্দার আলী বলেন, অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ট্রেন থেকে নামার পর হয়তো পাশের লাইনের আরেকটি ট্রেন তিনি খেয়াল করেননি। সূত্রঃ যুগান্তর