শিরোনাম
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ‘মেঘদল’ ব্যান্ডের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহার করা হয়েছে।
গত ২ নভেম্বর ঢাকার মহানগর হাকিম মইনুল ইসলাম মামলাটি প্রত্যাহারের নির্দেশ দেন। সোমবার এই আদেশের বিষয়ে জানা যায়।
গত ২৮ অক্টোবর ‘মেঘদল’ ব্যান্ডের সাত সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন করেন আইনজীবী ইমরুল হাসান। মামলায় মেঘদলের ভোকাল শিবু কুমার শিল, মেজবা-উর রহমান সুমন, গিটারিস্ট-ভোকাল রাশিদ শরীফ শোয়েব, বেইজ গিটারিস্ট এম জি কিবরিয়া, ড্রামার আমজাদ হোসেন, কীবোর্ড বাদক তানভীর দাউদ রনি ও বাঁশি বাদক সৌরভ সরকারকে আসামি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, হজের তাকবির ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিটি আধুনিক বাদ্য-বাজনার সঙ্গে মেঘদলের গানে ব্যবহার করায় বাদীর ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ লেগেছে।
সেদিন বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য ৩১ অক্টোবর দিন ধার্য করেন আদালত। পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে ১ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন আদালত।
বিষয়টি নিয়ে তদন্ত শেষ হওয়ার আগেই বাদী ইমরুল হাসান মামলাটি প্রত্যাহার করে নিলেন।