শিরোনাম
দ্বিতীয় ধাপে আসন্ন ইউপি নির্বাচন ঘিরে মাদারীপুরের কালকিনি উপজেলায় একটি বাড়ি থেকে ২১টি ককটেল উদ্ধার করেছে র্যাব-৮।
সোমবার সকালে উপজেলার চর ফতেবাহাদুর গ্রামের একটি বাড়ি থেকে ওইসব ককটেল উদ্ধার করা হয়।
জানা গেছে, র্যাব ৮-এর একটি চৌকস অভিযানিক দল কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার চর ফতেবাহাদুর গ্রামে নির্মিত একটি টিনের ঘর থেকে ২১টি ককটেল উদ্ধার করে।
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে প্রতিপক্ষকে ঘায়েল করতে এবং মাঠ নিজেদের দখলে রাখতে ওই বোমাগুলো মজুদ করে রাখে।
এ ঘটনায় জড়িত এজাহারভুক্ত পলাতক আসামি নতুন চরদৌলত খান গ্রামের মো. শিপন হাওলাদার (৩৫), তারা মিয়া সরদার (৪০), মো. মানিক বেপারীসহ (২৭) অজ্ঞাতনামা আরও ৪-৫ জন। জব্দকৃত ২১টি স্কচটেপ দিয়ে মোড়ানো ককটেলসদৃশ বস্তুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ কারণে র্যাব-৬ খুলনা থেকে আসা বোমা ডিস্পোজাল টিম ওই ২১টি ককটেল ধ্বংস করে।
পরবর্তী সময় আলামত সংগ্রহ করে কালকিনি থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্ত বিষয় কালকিনি থানায় একটি বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। সূত্রঃ যুগান্তর