বাঁশ কাটার জেরে পিটিয়ে অটোচালককে হত্যার অভিযোগ

ফানাম নিউজ
  ০৫ নভেম্বর ২০২১, ১২:৩৯

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া পদ্ধপাড়া এলাকায় একটি বাঁশ কাটার জেরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা এক অটোচালককে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। হামলায় নিহতের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েসহ তিনজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তি হলেন কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া পদ্ধপাড়া এলাকার রজব আলীর ছেলে আব্দুল হামিদ (৪২)। পেশায় তিনি একজন অটোচালক ছিলেন।

এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া পদ্ধপাড়া এলাকার আব্দুল হকের বাঁশঝারের একটি বাঁশ প্রতিবেশী জহের আলীর ধানখেতের ওপর হেলে পড়ে। ধানখেতের ক্ষতি হবে ভেবে জহের আলী বৃহস্পতিবার সকালে ওই বাঁশের মাথার অংশ কেটে ফেলে।

বিষয়টি টের পেয়ে আব্দুল হক ও তার স্বজন আমজাদ হোসেন, আব্দুস সামাদ, ফরহাদ হোসেনসহ ১০/১২ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে প্রতিবেশী জহের আলী ও তার স্ত্রী রাশেদা বেগমের ওপর হামলা চালায়। এ সময় জহের আলীর ভাগ্নে অটোচালক আব্দুল হামিদ ফেরাতে গেলে সাবল ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে হামলাকারীরা। বাবাকে পেটাতে দেখে তার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে হেনা আক্তার এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে নানা ধরনের হুমকি দিয়ে চলে যায় হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আব্দুল হামিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এছাড়া আহত জহের আলী ও তার স্ত্রী রাশেদা এবং নিহতের মেয়ে হেনা আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওইদিন দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হামিদ মারা যান। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহী তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সূত্র: আরটিভি