মন্দিরে মুখে কালো কাপড় বেধে প্রতিবাদ

ফানাম নিউজ
  ০৫ নভেম্বর ২০২১, ১২:২০

শারদীয় দুর্গাপূজায় মন্দিরে হামলা ও সাম্প্রদায়িক তাণ্ডবের প্রতিবাদে বরিশালের বিভিন্ন মন্দিরের সামনে মুখে কালো কাপড় বেধে মৌন মানববন্ধন করেছে সনাতন ধর্মাবলম্বীরা।

বৃহস্পতিবার রাতে বরিশাল নগরীর কালী বাড়ি রোডস্থ পাষাণময়ী কালী মন্দিরের সামনে সনাতন ধর্মাবলম্বীরা দেশের বিভিন্ন মন্দির, বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মুখে কালো কাপড় বেধে প্রতিবাদ জানায়।

এ সময় তারা ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ছাড়াও প্রতি বছর শ্যামা পূজা (কালী পূজা ) উপলক্ষে এই দিন সন্ধ্যায় তারা বাড়ি-ঘর, দোকানপাট এবং বিভিন্ন স্থাপনায় মোম প্রজ্বলন করতো, এবার তা থেকে বিরত ছিল সনাতন ধর্মাবলম্বীরা।