কাদের মির্জার অনুসারীদের বিরুদ্ধে ২ আ.লীগ নেতার মাথা ফাটানোর অভিযোগ

ফানাম নিউজ
  ০৩ নভেম্বর ২০২১, ১৩:৫২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের বিরুদ্ধে দুই আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সন্ধ্যায় ৬টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হামলার শিকার দুই আওয়ামী লীগ নেতা হলেন— বসুরহাট পৌর আওয়ামী লীগের সদস্য আরমান চৌধুরী (৪৬) ও আলাউদ্দিন (৪৮)। তারা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও কাদের মির্জার ভাগ্নে মাহবুবুর রশীদ মঞ্জুর অনুসারী হিসেবে পরিচিত। স্থানীয় রাজনীতিতে কাদের মির্জার সঙ্গে তার ভাগ্নে মঞ্জুর দ্বন্দ্ব রয়েছে।

হামলার শিকার আওয়ামী লীগ নেতা আরমান চৌধুরীর অভিযোগ, মোহাম্মদনগর গ্রামে আমার মামাতো ভাইয়ের সঙ্গে তার স্বজনদের বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার বিকালে তার জেঠাতো ভাইয়েরা তার বাড়িতে হামলায় চালায়। খবর পেয়ে আমি মোটরসাইকেলযোগে ওই বাড়ির উদ্দেশ্যে যাত্রা করি। যাত্রাপথে ওই বাড়ির কাছাকাছি মোহাম্মদনগর গ্রামে পৌঁছলে কাদের মির্জার অনুসারী শ্রমিক লীগ নেতা ওয়াসিমের নেতৃত্বে ১৫-২০ জন আমার মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালায়। এ সময় তারা আমাকে পিটিয়ে পানিতে ফেলে দেয়। পরে পুলিশ এসে পানি থেকে আমাকে উদ্ধার করে। পুলিশ চলে যাওয়ার পর পুনরায় শ্রমিক লীগ নেতা ওয়াসিমের নেতৃত্বে ৩০-৩৫ সন্ত্রাসী আমাকে বেধড়ক পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়।

অভিযোগের বিষয়ে জানতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, আমি এ বিষয়ে কোনো কথা বলব না।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, খবর পেয়ে পুলিশ আহতদের অবস্থা দেখতে হাসপাতালে গেছে। মূলত দুই পরিবারের বিরোধের জেরে এমন ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্রঃ যুগান্তর