শিরোনাম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার পর আত্মহত্যার চেষ্টাকারী সেই স্বামীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) এক সপ্তাহ চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। গত ২৭ অক্টোবর পারিবারিক মনোমালিন্যের কারণে স্ত্রী যুথীকা সূত্রধরকে (২৭) ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন স্বামী অভিধর (৩২)। এর পর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত অভিধর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর বণিকপাড়ার মৃত সুধাংশু ধরের ছেলে। স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর পারিবারিক মনোমালিন্যের কারণে স্ত্রী যুথীকা সূত্রধরকে (২৭) ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন স্বামী অভিধর (৩২)।
নিহত যুথীকা সূত্রধর উপজেলার পৌরসভার প্রেমতলা মালিপাড়ার ডা. রামচন্দ্র সূত্রধরের মেয়ে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় অভিধরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ( চমেক) পাঠান। চিকিৎসাধীন মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, পারিবারিক কলহের জেরে স্বামী অভিধর, স্ত্রী যুথীকা সূত্রধরকে ছুরিকাঘাত করে হত্যা করে। এর পর নিজেও আত্মহত্যার চেষ্টা চালায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার রাতে তিনি মারা যান। সূত্রঃ যুগান্তর