বাংলা ভাষায় প্রণয়ন করা হচ্ছে ১২৩ বছরের পুরনো ফৌজদারি কার্যবিধি: আইনমন্ত্রী

ফানাম নিউজ
  ২৫ অক্টোবর ২০২১, ২০:২১

যুগোপযোগী, আধুনিকায়ন ও বাংলা ভাষায় প্রণয়ন করা হচ্ছে ১২৩ বছরের পুরনো ফৌজদারি কার্যবিধি। এ বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য সোমবার একটি কমিটি গঠন করে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবিরকে চেয়ারপারসন এবং আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে কো-চেয়ারপারসন করে ৯ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফৌজদারি কার্যবিধির প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন এবং বাংলা ভাষায় প্রণয়নের জন্য আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে ফৌজদারি কার্যবিধির প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন, এ-সংক্রান্ত সংস্কার ও গবেষণা, যুগোপযোগী ও আধুনিকায়নের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ দেওয়া, ফৌজদারি কার্যবিধি বাংলা ভাষায় প্রণয়নের জন্য প্রয়োজনীয় সুপারিশ, ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বর্তমানে ফৌজদারি কার্যবিধির প্রয়োগের ক্ষেত্রে কী কী সমস্যার উদ্ভব হচ্ছে সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ করা, বিশ্বের অন্যান্য দেশের আইন পর্যালোচনা করে সুপারিশ করা। কমিটিকে যত দ্রুত সম্ভব এসব বিষয় পর্যালোচনা করে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

৯ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত সচিব হাফিজ আহমেদ চৌধুরী, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা ও কাজী আরিফুজ্জামান, উপসচিব শেখ গোলাম মাহবুব, যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, উপসচিব গাজী কালিমুল্লাহ ও যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) মো. মুনিরুজ্জামান। তবে কমিটি প্রয়োজনে আরও এক বা একাধিক সদস্যকে অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে।

কমিটি গঠনের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ব্রিটিশ ঔপনিবেশিক আমলে প্রণীত ফৌজদারি কার্যবিধি দিয়ে বর্তমান চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা, জিন প্রকৌশল ও ন্যানো প্রযুক্তির এই যুগে সংঘটিত বিভিন্ন অপরাধ-সংশ্লিষ্ট বিষয়ে মামলা পরিচালনা করা দুরূহ ও সময়সাপেক্ষ। এ কারণেই প্রয়োজনীয় সংশোধন ও বাংলা ভাষায় প্রণয়ন করা প্রয়োজন।

সূত্র: প্রথম আলো