প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতির দাবিতে শাহবাগে অবস্থান

ফানাম নিউজ
  ১১ অক্টোবর ২০২১, ১৪:২৮

দেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তিসহ ১১ দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন শিক্ষকরা। 

সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে রওনা দিলে জাতীয় জাদুঘরের সামনে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার মুখে বর্তমানে তারা সেখানেই অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। 

প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে— 

১. প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী বিদ্যালয়গুলোর একসঙ্গে স্বীকৃতি ও এমপিওভুক্তি। 

২. বিদ্যালয় কর্তৃপক্ষের নিয়োগের তারিখ থেকে বেতনভাতা দেওয়া। 

৩. সব বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীদের শতভাগ উপবৃত্তি দেওয়া। 

৪. সব বিদ্যালয়ে প্রতিবন্ধী বিদ্যালয়য়ের শিক্ষা কারিকুলাম অনুযায়ী বিনামূল্যে পাঠ্যবই বিতরণ নিশ্চিত করা। 

৫. বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীদের উপযোগী স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা। 

৬. সব বিদ্যালয়ে চাহিদা অনুযায়ী শিক্ষা উপকরণ শতভাগ নিশ্চিত করা। 

৭. প্রতিবন্ধী বিদ্যালযয়ে নিয়মিত মনিটরিং নিশ্চিত করা। 

৮.  শিক্ষক-কর্মচারীদের মানোন্নয়নমূলক ট্রেনিংসহ সংশ্লিষ্ট সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা। 

৯. শতভাগ বিদ্যালয় নিশ্চিত করা। 

১০. প্রতিবন্ধী বিদ্যালয়ে আধুনিক সরঞ্জাম সরবরাহসহ থেরাপি সেন্টার চালু করা। 

১১. ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন শেষে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানসহ আত্মনির্ভরশীল জীবনযাপনের নিশ্চয়তা করা।