শিরোনাম
কক্সবাজারের রামুতে পাহাড়ধসে তিন নারীসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের নজির আহমদের ছেলে আজিজুর রহমান (৫৫), তার স্ত্রী রহিমা খাতুন (৪০), ছেলের বউ নাসিমা আক্তার (২৫) ও আজিজুর রহমানের শাশুড়ি দিলফরুজ বেগম (৬৫)।
স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোহাম্মদ কায়েশ জানান, আজিজুর রহমানের পরিবারের সদস্যরা এসময় রাতের খাবার খাচ্ছিলেন। হঠাৎ পাহাড়ধসে রান্না ঘরের ওপর এসে পড়লে ঘটনাস্থলে তারা মাটিচাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসকর্মীরা এসে তাদের উদ্ধার করে।
রামু ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানান, ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে কেন অসময়ে পাহাড়ধস সেটি নিশ্চিত করতে পারেননি তিনি।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন জানান, লাওয়ে জাদি পাহাড়ের পুর্বপাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মোস্তফা বলেন, মৃতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে এক লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।