তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফানাম নিউজ
  ০৯ অক্টোবর ২০২১, ১৮:৫৪

রাজধানীর তেজগাঁও বিজয় সরণিতে যাত্রীবাহী বাস ধাক্কায় হালিমা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চিকিৎসাধীন সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদুল আলম জানান, ভোরে বিজয় সরণির কলমীলতা মার্কেটের সামনের রাস্তায় একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এসআই রাশেদুল আরো জানান, কিছুটা মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন ওই নারী। রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় বা রাস্তা পার হবার সময় বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। ঘটনার পরপরই ঘাতক বাস চালককে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

নিহত নারীর ছোট ভাই মো. মুসা খান জানান, তাদের বাড়ি পটুয়াখালি সদর উপজেলার আউলিয়াপুর গ্রামে। হালিমার স্বামীর নাম হারুন মুহুরী। তবে স্বামীর সঙ্গে গত ৫ বছর ধরে তার কোনো যোগাযোগ নেই। বর্তমানে ভাইদের সঙ্গে খিলগাঁও উত্তর গোড়ানে থাকতেন। এক মেয়ের জননী ছিলেন তিনি।

মুসা আরও জানান, হালিমা আগে অন্যের বাসায় কাজ করলেও বর্তমানে কিছুই করতেন না। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে তিনি বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেননি।

সূত্র: বাংলানিউজ