তুরাগে ট্রলারডুবি, শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ফানাম নিউজ
  ০৯ অক্টোবর ২০২১, ১৩:৫৫
আপডেট  : ০৯ অক্টোবর ২০২১, ১৪:৪৯

রাজধানীর গাবতলী সংলগ্ন আমিন বাজারের কয়লারঘাটে ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। আমিনবাজার কয়লার ঘাটের কাছে আজ শনিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

নৌ-পুলিশের ঢাকা বিভাগের পুলিশ সুপার ফরিদুল ইসলাম দুপুরে সাংবাদিকদের জানান, তিনটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। তাদের মধ্যে একজন ত্রিশোর্ধ্ব এক নারী এবং পাঁচ থেকে সাত বছর বয়সের দুটি শিশু।

তিনি আরও বলেন, এ ঘটনায় আরও পাঁচজনের মতো নিখোঁজ রয়েছে, ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেছেন, ভোর সাড়ে ৬টার দিকে ট্রলারটি ডুবে গেলেও ফায়ার সার্ভিস পৌনে ৯টার দিকে খবর যায়। তারপরই নিখোঁজদের সন্ধানে কাজ শুরু করে ডুবুরিরা।

নৌ-পুলিশের আমিনবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর শেখ জানান, বালুবাহী একটি খালি ট্রলারে চড়ে কয়েকজন নদীর এপার থেকে ওপার যাওয়ার সময় ডুবে যায়।

ট্রলারে থাকা ১০ জনকে উদ্ধার করা হয় জানিয়ে তিনি সকালে বলেছিলেন, এখনও সাত থেকে আটজন নিখোঁজ রয়েছেন।