সার্চ কমিটির মাধ্যমেই গঠিত হবে নতুন নির্বাচন কমিশন: আইনমন্ত্রী

ফানাম নিউজ
  ০৭ অক্টোবর ২০২১, ২২:৪১
আপডেট  : ০৭ অক্টোবর ২০২১, ২২:৪৬

সার্চ কমিটির মাধ্যমে নতুন ইসি গঠন করা হবে। এই সার্চ কমিটি যখন গঠন করা হয়েছিল, তখন রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের মতামত নিয়েছিলেন। সবাই রাজি হওয়ার পরই সার্চ কমিটির গেজেট হয় এসব কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি আরও জানান, এই সার্চ কমিটির গেজেট যদিও আইন নয়, তবে এটা যেহেতু সবার কনসেন্স নিয়ে করা হয় ও রাষ্ট্রপতির সিদ্ধান্তে হয়েছিল, তাই এটি আইন না হয়েও, সেটা আইনের কাছাকাছি।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) তিনি এসব কথা বলেন রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) ক্যাম্পাসে ‘স্মরণে শেখ মুজিব: সহস্রাব্দের শ্রেষ্ঠ বাঙালি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে।

সার্চ কমিটির মাধ্যমেই যে ইসি গঠিত হবে এটা আমি নিশ্চিত করে বলছি না উল্লেখ করে তিনি জানান, ইসি গঠন করার জন্য যে আইনের কথা সংবিধানে বলা আছে তা করবো না। কিন্তু এই করোনা মহামারি পরিস্থিতি এবং ইসির মেয়াদ আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে, সব কিছু মিলিয়ে এখন আইন করে ইসি গঠন করা সম্ভব নয়।

আনিসুল হক জানান, সবসময় নিয়মতান্ত্রিক রাজনীতি করতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসও করতেন তিনি। আইনের মধ্যে থেকেই কিন্তু ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু সবই বলেছেন। জনগণের মেন্ডেট যখন পেয়েছিলেন তখনই কেবল তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. কামাল আব্দুল নাসের চৌধুরী;জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক। ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, ইউল্যাবের ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী নাবিল আহমেদ এমপি, ইউল্যাব ট্রাস্ট্রি বোর্ডের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউল্যাবের ট্রেজারার মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) ফয়জুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা।

সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এ সময় ইউল্যাব প্রেসের যাত্রার শুরুতে বঙ্গবন্ধুর ওপর লেখা গ্রন্থ প্রকাশ করতে পেরে আমরা সত্যি আনন্দিত বলে মতামত ব্যক্ত করেন। তিনি এর লেখকরা সবাই ইউল্যাব পরিবারের সদস্য বলে জানান।