চুরি করতে এসে মালিককে পিটিয়ে হত্যা 

ফানাম নিউজ
  ২২ আগস্ট ২০২২, ১১:১৬

ঝিনাইদহের সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাটিকাডাঙ্গা গ্রামে চোরের মারধরে মাল্টা বাগানের মালিক মারা যাওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২২ আগস্ট) ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২১ আগস্ট) রাত ১১টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনু পাঠান (৬৫) উপজেলার বাটিকাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, মনু রোববার রাতে বাড়ির পাশে তার মাল্টা বাগান পাহারা দিচ্ছিলেন। এ সময় কেউ বাগানে ঢুকে মাল্টা চুরি করছিল। এই বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে তার ওপর চড়াও হয়ে মারধর করতে থাকেন চোর। এ সময় মনুর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে পালিয়ে যান চোর। তবে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে মনুর মৃত্যু হয়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।