শিরোনাম
ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক গাড়ি।
দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত এলাকাজুড়ে ওই তিন শতাধিক যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সারি আটকে রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন বাসের যাত্রী ও ট্রাকচালকরা। মঙ্গলবার সকালে সরেজমিন দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে যানবাহনের সারি আটকে থাকার চিত্র দেখা যায়।
ঢাকামুখী বাসের যাত্রী আলতাফ হোসেন বলেন, ভোরে বাড়ি থেকে বের হয়ে দৌলতদিয়া ফেরিঘাটে এসে নদী পার হওয়ার জন্য অনেকক্ষণ ধরে মহাসড়কে বাসের মধ্যে আটকে আছি। গরমের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান তিনি।
যশোর থেকে পাথরবোঝাই ট্রাকচালক জমির আলী বলেন, ফেরির সংখ্যা বাড়ানো হলে গত কয়েক দিন দৌলতদিয়াঘাটে তেমন দুর্ভোগ পোহাতে হয়নি। হঠাৎ করে আজকে দেখছি গাড়ির চাপ বেড়েছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়াঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়ায় বাস-ট্রাকসহ পারাপারের অপেক্ষায় তিন শতাধিক যানবাহন আটকে আছে। এতে মানুষের ভোগান্তির সৃষ্টি হওয়ায় যানবাহন পারাপারে দেরি হচ্ছে। সেটি কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছি । বর্তমানে– এ নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে বলেও জানান ওই কর্মকর্তা।
সূত্র: যুগান্তর