শিরোনাম
মাদারীপুরে একটি খালের ওপর ১৬ লাখ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হয়েছে। কিন্তু সেতুর সামনে নেই সড়ক। সেতুটি পার হলেই সামনে জলাশয়। এজন্য সেতু নির্মাণের সুফল পাচ্ছে না গ্রামবাসী।
সেতুটির জন্য দ্রুত রাস্তা নির্মাণের দাবি স্থানীয়দের। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সেতুটির জন্য রাস্তা নির্মাণ করে দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের আঙুলকাটা পুলিশ ফাঁড়ির সামনের প্রবাহিত খালের উপরে গত বছর একটি সেতু নির্মিত হয়। এলজিএসপি প্রকল্পের অধীনে প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে এই সেতুটি নির্মিত হয়। কিন্তু সেতুটি নির্মাণ করার পরে এক বছর পেরিয়ে গেলেও এখনো সেতুর সামনে কোনো রাস্তা নির্মাণ করা হয়নি।
সরকারি অর্থ খরচ করে এই সেতুটি নির্মাণ করা হলেও স্থানীয় জনগণ তার কোন সুফল পাচ্ছে না। এতে করে দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। স্থানীয়রা দ্রুত সেতুটির জন্য একটি রাস্তা নির্মাণ করে দেওয়ার দাবি জানিয়েছেন।
তবে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস জানালেন, অর্থ সংকটের কারণে সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি। রাস্তা নির্মাণের জন্য বিকল্পভাবে অর্থ বরাদ্দ করে রাস্তা নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানালেন তিনি।
ছিলারচর আঙুলকাটা ফাঁড়ির সামনের এই সড়ক দ্রুত নির্মাণ করা হলে কয়েক হাজার মানুষ সেতুটি ব্যবহার করে চলাচল করতে পারবে। তাই স্থানীয়রা দ্রুত এই সেতুটি জন্য রাস্তা নির্মাণের দাবি করেছেন।
সূত্রঃ যুগান্তর