শিরোনাম
ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি দ্রুত অপসারণ করতে কয়েকটি সড়ক কেটে ফেলা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
রোববার (১৯ জুন) দুপুরে সচিবালয়ে একটি সভা শেষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, কিছু রাস্তা কাটার প্রয়োজন পড়েছে বলে জানিয়েছেন সিলেটের মেয়র। এতে পানি সহজে নেমে যাবে। প্রয়োজন হলে আরও রাস্তা কেটে ফেলা হবে।
এর আগে শনিবার (১৮ জুন) মন্ত্রী জানিয়েছিলেন, সিলেট অঞ্চলসহ বন্যাকবলিত এলাকায় রাস্তার জন্য পানি আটকে থাকলে তা কেটে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বন্যার পানি আটকে যাওয়ার জন্য কিশোরগঞ্জের হাওরের অলওয়েদার সড়ক নিয়ে সমালোচনা হচ্ছে, এমন প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলীদের কাছ থেকে এমন কোনো কথা জানা যায়নি। যদি কোথাও কোনো সড়কের জন্য পানি আটকে থাকে তাহলে সেগুলো কেটে দেওয়ার জন্য বলা হয়েছে।
সূত্র: আরটিভি