শিরোনাম
গোয়ালন্দে নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিথী আক্তারের নান্দনিক পারফরম্যান্সে পেঁপে ২-০ গোলে কমলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।পেঁপে দলের বিথী আক্তার একাই দুই গোল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স করে টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন রানার্সআপ দলের রিক্তা আক্তার।
বৃহস্পতিবার বিকাল ৪টায় জাতীয় কন্যা দিবসে দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ৮ সেপ্টেম্বর শুরু হওয়া এ টুর্নামেন্টে ১২টি দল অংশ নেয়। বেসরকারি সংগঠন মুক্তি নারী সমিতি (এমএমএস) এ টুর্নামেন্টের আয়োজন করে।
গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.মোস্তফা মুন্সি ফাইনালে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন।
মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো.নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দঘাট থানার সেকেন্ড অফিসার জাকির হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সহিদুল ইসলাম,রাজবাড়ী জেলা পরিষদের সদস্য নুরজাহান বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা প্রমুখ।