চাঁদপুরের নদীতে ড্রেজার ও স্পিডবোট বন্ধ ঘোষণা

ফানাম নিউজ
  ০১ অক্টোবর ২০২১, ১২:২১
আপডেট  : ০১ অক্টোবর ২০২১, ১৫:৪৩

ইলিশের প্রজনন রক্ষায় আগামী ৪ অক্টোবর থেকে ২২ দিন ড্রেজার ও স্পিডবোট বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এ কথা বলেন।

অভিযান চলাকালে একটি নৌকাও নদীতে নামতে পারবে না। অধিক গতি বা একের অধিক ইঞ্জিনচালিত নৌকাগুলো রিকুইজিশন করে রাখা হবে। সেগুলো নৌ-পুলিশ, কোস্টগার্ড, জেলা পুলিশ ব্যবহার করবে। জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক এ সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, হাইমচরে ২২ দিন যাতে কোস্টগার্ডের একটি জাহাজ স্থায়ীভাবে থাকে, সেটি নিশ্চিত করতে হবে। অভয়াশ্রমের ২২ দিন ড্রেজার বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, নদীতে ব্যক্তি মালিকানাধীন স্পিডবোট বন্ধ থাকবে। ইলিশের প্রজনন রক্ষায় আগামী ৪ অক্টোবর ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।