শিরোনাম
রাজশাহীর বাঘায় গত তিন মাসে শিয়ালের আক্রমণের শিকার হয়েছেন সাতজন।
সর্বশেষ শনিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার বাজুবাঘা গ্রামে একজন যুবকের ওপর আক্রমণ করে একটি শিয়াল।
সুব্রত কুমার নামের স্থানীয় এক যুবক বলেন, এলাকায় শিয়ালের আক্রমণ বেড়ে গেছে। বাঘায় গত তিন মাসে বিভিন্ন এলাকায় শিশুসহ সাতজনকে আহত করেছে। এনিয়ে এলাকার মানুষ বেশ আতঙ্কে রয়েছেন।
মাজেদ আলী নামের আরেক যুবক বলেন, সকালে বাড়ির পাশের মাঠে ছাগল বেঁধেছিলেন। বিকেলে মাঠে ছাগল আনতে যান। সেখানে একটি শিয়াল ছাগলটিকে আক্রমণ করছে। শিয়ালের হাত থেকে ছাগলটি বাঁচাতে তিনি আক্রমণের শিকার হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাকেশ পাণ্ডে জানান, শিয়ালের কামড়ানোর কথা শুনে মাজেদ আলীকে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে।
সূত্র: জাগো নিউজ