মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু

ফানাম নিউজ
  ১০ এপ্রিল ২০২২, ১৪:১৮

কক্সবাজার মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনা চিকিৎসাধীন অবস্থায় গুরা মিয়া (৪৫) নামের আরও একজনের মৃত্যু। নিহত গুরা মিয়া উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের বাসিন্দা বাঁচা মিয়ার ছেলে।

রবিবার সকালে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী জানান, শনিবার রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার রূপপতি এলাকায় পান বোঝাই ট্রাক উল্টে পেঠান আলী (৩৫) নামের এক পান ব্যবসায়ী নিহত হয়। এ ঘটনায় গুরা মিয়া কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে সকালে তিনিও মারা যান।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গাজী সালাহ উদ্দিন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে শুনেছি। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের অবহিত করেছেন। মৃতদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রাতে নিহত পেঠান আলীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, শনিবার রাতে কক্সবাজারগামী পান ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রূপপতি নামক এলাকায় খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা পান ব্যবসায়ী ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় চালকসহ চার আহত গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

সূত্র: দেশ রূপান্তর