শিক্ষক হৃদয় মন্ডলের মুক্তির দাবিতে বিক্ষোভ

ফানাম নিউজ
  ০৯ এপ্রিল ২০২২, ১৫:২৪

মুন্সীগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলকে হেনস্তার প্রতিবাদ ও মুক্তির দাবিতে বরিশালে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নগরীর সদর রোডে শনিবার বেলা ১১টায় বিজ্ঞান আন্দোলন মঞ্চ জেলা কমিটি ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী। ছাত্রফ্রন্টের প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাসদের সদস্য কাজল দাশ, ছাত্রফ্রন্টের মহানগর শাখার সহ-সভাপতি হাফিজুর রহমান রাকিব, সংগঠক আনন্দ মৃত্তিকা নাজ ও লামিয়া সায়মন প্রমুখ।

বক্তারা বলেন, বিজ্ঞানের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। তারই অংশ হিসেবে বিজ্ঞানের শিক্ষক হৃদয় মন্ডলকে চক্রান্ত করে জেলে পাঠানো হয়েছে। তাই অবিলম্বে হৃদয় মন্ডলকে মুক্তি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে।

বক্তারা আরও বলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু রায় সোমবার গ্রামে নিজ বাড়িতে আত্মহত্যা করেছে। অন্যায্যভাবে নির্ধারিত ফি দিতে না পেরে তিনি এ পথ বেছে নিয়েছেন। তাই এই মৃত্যুর দায় রাষ্ট্রকে নিতে হবে। পাশাপাশি সব বিশ্ববিদ্যালয়ে নামে-বেনামে আরোপিত অন্যায্য ফি বাতিল করতে হবে।

মানববন্ধন শেষে নেতাকর্মীরা নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করে। যা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের সভাস্থলে গিয়ে শেষ হয়।

সূত্র: যুগান্তর