রাজধানীতে অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ২৭ সদস্য গ্রেপ্তার

ফানাম নিউজ
  ০৯ এপ্রিল ২০২২, ১৩:৩৮

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ২৭ সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার সকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বুধ ও শুক্রবার ঢাকার হাজারীবাগ, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর ও শাহবাগ থানা এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। এ সময় আটকৃতদের কাছ থেকে লোহার রড, দা, ছুরি, চেতনানাশক ট্যাবলেট ও মলম জব্দ করা হয়।

অভিযানের বিষয়ে মাহবুব আলম বলেন, রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে চুরি, ডাকাতি ও অজ্ঞান পার্টির দৌরাত্ম্য প্রতিরোধে ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের নির্দেশনায় এই অভিযান চালানো হয়।
 
তিনি জানান, জিজ্ঞাসাবাদের মাধ্যমে ও রেকর্ড দেখে আটক ২০ জনের বিরুদ্ধে একাধিক মামলার খোঁজ মিলেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: দেশ রূপান্তর