ফিফকোর ভাইস প্রেসিডেন্ট হলেন বাংলাদেশের ইমরানুর রহমান

ফানাম নিউজ
  ০৬ এপ্রিল ২০২২, ১৪:৪৮

প্রথম বাংলাদেশি হিসেবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ করপোরেট ফুটবলের (ফিফকো) ভাইস প্রেসিডেন্ট হলেন বিজিএমইএ এর পরিচালক জনাব ইমরানুর রহমান।

ফিফকোর সদর দপ্তর কানাডার মন্ট্রিয়েলে অবস্থিত। ৬৫ টি দেশের ১৫০০০০ কোম্পানির ২.৫ মিলিয়ন খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত ফিফকো ওয়ার্ল্ড করপোরেট চ্যাম্পিয়নস কাপের অফিশিয়াল অর্গানাইজার।

বিশ্বের করপোরেট ফুটবলের পরিচালনা পর্ষদ ফিফকোর ভাইস প্রেসিডেন্ট, স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত ইমরানুর রহমান ২০০ ম্যাচে ৩৮০ টি গোলের কারিগর, করপোরেট ফুটবলের সব থেকে সফল ফুটবল খেলোয়াড়, ফুটবল দল ‘বানদো’র  অধিনায়ক এবং করপোরেট ফুটবলের একজন সফল সংগঠক। তিনি লায়লা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও বিজিএমইএ এর পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।

সূত্র: দেশ রূপান্তর