শিরোনাম
সংগীতশিল্পী সালমা আক্তার গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। রোজায় আসবে কাজের পরিবর্তন। ঈদে আসছে বেশ কিছু গান। এই তারকার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
স্টুডিওতে...
আমি এখন স্টুডিওতে (গতকাল বিকেলে)। একটি নতুন গানের ভয়েস রেকর্ড করলাম। ‘তোমারই সাথী হতে জন্মেছি’ শিরোনামের মিষ্টি প্রেমের আধুনিক গানটি লিখেছেন ও সুর করছেন আনোয়ার পারভেজ। আমার সঙ্গে তিনি দ্বৈত কণ্ঠও দিয়েছেন। সংগীত পরিচালনা করেছেন এইচ আর লিটন।
রমজানে...
সারা বছর তো গান-বাজনার মধ্যেই থাকি। তবে রমজানে গানের ব্যস্ততা একেবারেই কমিয়ে দিই। ইবাদতে মনোযোগী হই। এ সময় তো কনসার্ট বা আউডডোর শ্যুটিং হয় না। তবে টেলিভিশনের ঈদের অনুষ্ঠানের ব্যস্ততা থাকে। যদিও এবার রোজার মধ্যে টিভির কোনো গানের অনুষ্ঠানের রেকর্ডিং করব না। ইফতার বা রান্না বিষয়ক অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে পারি। তবে শিল্পীদের রেকর্ডিংয়ের ব্যস্ততা সারা বছরই থাকে। রমজানে অবশ্য ইফতারের পর রেকর্ডিংগুলো বেশি হয়। ঈদের জন্য যে গানগুলো প্রকাশ হবে সেগুলোর কাজই মূলত এ সময় করা হয়।
ঈদের গান...
এরইমধ্যে বেশ কিছু নতুন গান করেছি। এরমধ্যে গতকালকের গানটি তো আছেই। গত ২৩ মার্চ একসঙ্গে তিনটি গানের রেকর্ডিং করেছি। সানডে মিউজিকের ব্যানারে করেছি আরও দুটি গান। তার আগেও কয়েকটি গান করা আছে। ঈদের আগেভাগে নির্দিষ্ট করে জানানো যাবে কোন গানগুলো ভক্তরা শুনতে পাবেন।
সাড়া...
প্রতিনিয়ত দর্শক-শ্রোতার ভালোবাসা পাই। জনপ্রিয় গানগুলো তো আছেই, নতুন গান মুক্তি পেলেও অনেকে শোনেন, প্রশংসা করেন। তাইতো রেকর্ডিং কোম্পানিগুলো একাধিকবার আমাকে গানের জন্য ডাকেন। নতুন গানের মধ্যে এখন সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি ‘মরণের পরে’ নাটকের গানটির জন্য। এককথায় হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি গান। এর রেশ শ্রোতাদের মনে অনেক বছর ধরে থেকে যাবে বলে আমার বিশ্বাস। সত্যি বলতে, আমার গাওয়া গান বিভিন্ন নাটকে যুক্ত করা হয়।
কিন্তু সেগুলো হয়তো সংশ্লিষ্ট নাটকের জন্য তৈরি হয়নি। এ কারণে গল্পের সঙ্গে পুরোপুরি মানানসই লাগে না কিংবা আমার গায়কিতে গল্পের প্রয়োজন অনুযায়ী যথাযথভাবে হয়তো আবেগটা ফুটে ওঠে না। কিন্তু মোস্তফা কামাল রাজ ভাই আমার কথা ভেবেই গানটি সাজিয়েছেন। পুরো বিষয়টি অনুভব করে দরদ দিয়ে গেয়েছি। ‘মরণের পরে’ গানটির কথা লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল।
কোক স্টুডিও বাংলা...
যে কোনো ভালো কাজ আমাদের দেশে শুরু হলে ভালো লাগে। তাতে আমি যুক্ত হলাম কি হলাম না, সেটি মুখ্য বিষয় নয়। আমি কখনোই শুধু নিজের কথা চিন্তা করি না। কাজটি আমাদের সংগীতাঙ্গনের জন্য ভালো হলে তার জন্য সব সময় শুভকামনা থাকে। তবে আমি এখনো ‘কোক স্টুডিও বাংলা’র কোনো গান শুনিনি। তাই কেমন গান হচ্ছে তা বলতে পারব না।
সূত্র: দেশ রূপান্তর