শিরোনাম
মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-২০২২ নির্বাচনে এবারের সভাপতি হয়েছেন যায়যায়দিনের বার্তা সম্পাদক সোহেল হায়দার চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরটিভির বার্তা সম্পাদক আকতার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের রিপোর্টার এ জিহাদুর রহমান জিহাদ।
মঙ্গলবার রাতে এ ফলাফল ঘোষণা করেন ডিইউজে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ও ডিইউজে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুরুল ইসলাম বুলবুল।
অন্য বিজয়ীরা হলেন সিনিয়র সহসভাপতি পদে কার্টুনিস্ট এম এ কুদ্দুস, সহসভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, নারীবিষয়ক সম্পাদক সুরাইয়া অনু, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাকিলা পারভীন, দপ্তর সম্পাদক আমান উল্লাহ আমান, প্রচার ও প্রকাশনা রাজু হামিদ।
সদস্য নির্বাচিত হয়েছেন মুজিব মাসুদ, দুলাল খান, ইব্রাহিম খলিল খোকন, আসাদুর রহমান, সলিম উল্লাহ সেলিম, আনোয়ার হোসেন, মহিউদ্দিন পলাশ ও রেহানা পারভীন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ২১ পদের বিপরীতে লড়ছেন ৭১ প্রার্থী। এর মধ্যে তিনটি প্যানেলের দুটিতে ৪২ আর একটিতে ১৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের মোট ভোটার ছিলেন ২৯৬৮ সাংবাদিক। মোট ভোট দিয়েছেন ১৯২৮ জন। ডিইউজে নির্বাচনে তিনটি প্যানেল হয়েছে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বর্তমান সভাপতি কুদ্দুস আফ্রাদ-বার্তা ২৪ডটকমের গাজী জহিরুল ইসলাম প্যানেল।
বর্তমান সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু-আরটিভির বার্তা সম্পাদক আকতার হোসেন প্যানেল। এ ছাড়া যায়যায়দিনের বার্তা সম্পাদক সোহেল হায়দার চৌধুরী-গাজী টিভির মেহেদী হাসান প্যানেল। প্যানেলের বাইরে ছিলেন ১০ জন প্রার্থী।
সূত্র: দেশ রূপান্তর