সবুজবাগে তানিয়া খুনের ঘটনায়, এসির মিস্ত্রি গ্রেফতার

ফানাম নিউজ
  ২৯ মার্চ ২০২২, ১৬:৪৩

রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁওয়ের বটতলা এলাকায় তানিয়া আফরোজ (২৬) নামের এক নারীকে খুনের ঘটনায় এসি মেরামতের টেকনিশিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে সবুজবাগ থানার ইন্সপেক্টর (ওসি-অপারেশন) মো. আজগর আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার টেকনিশিয়ানের নাম বাপ্পী।

তিনি বলেন, বাপ্পী মূলত এসি মেরামতের আড়ালে লুট করতে ওই বাসায় যায়। এ ঘটনায় বাপ্পীর সঙ্গে জড়িত সন্দেহে আরও দুজনকে নজরদারিতে রাখা হয়েছে। যে কোনো সময় তাদেরকেও গ্রেফতার করা হবে।

মামলায় অভিযোগ করা হয়, গত ২৬ মার্চ রাতে নিহত নারীর বাসায় এসি মেরামত করতে যায় টেকনিশিয়ান বাপ্পী। খুনি ৩-৪ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন, নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে গেছে। বাপ্পী এসি ঠিক করতে এসে সুযোগমতো মালামাল লুট করতে গেলে তানিয়া বাধা দেন। এ কারণে এই হত্যাকাণ্ড ঘটে।

ওই নারীর মরদেহের পাশে মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় পড়ে ছিল তার দুই শিশুসন্তান। তাদের বয়স তিন বছর ও ১০ মাস।

এ বিষয়ে আজ বিকেলে পল্টন মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আ. আহাদ।

সূত্র: জাগো নিউজ