শিরোনাম
স্বাধীনতার মাসে দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। আজ স্বাধীনতার ৫১ বছরে পা রেখেছে বাংলাদেশ।
এবার টাইগারদের চোখ টেস্ট সিরিজের দিকে। আগামী ৩১ মার্চ ডারবানে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।
তার আগে চ্যাটসওর্থ ক্রিকেট ক্লাবে নিজেদের প্রস্তুতি সারছে মুমিনুল হকরা। যখন দেশের মানুষ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটিতে তখন দেশকে আরেকটি ঐতিহাসিক মুহূর্ত উপহার দিতে সুদূর দ. আফ্রিকায় অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন টাইগাররা।
তবে ক্রিকেটীয় ব্যস্ত সূচির মাঝেও স্বাধীনতা দিবসের মর্যাদার কথা ভুলে যাননি মুমিনুল-মুশফিকুর রহিম-তাসকিন আহমেদরা। আজ অনুশীলন শুরুর আগেই খেলোয়াড়, কোচিং স্টাফ ও দলের কর্মকর্তারা একসঙ্গে স্বাধীন বাংলাদেশের পতাকা হাতে দাঁড়িয়ে গেয়ে ওঠেন জাতীয় সংগীত।
দ. আফ্রিকায় টাইগারদের স্বাধীনতা দিবস উদ্যাপনের এক ভিডিও নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘স্বাধীনতা দিবসে চ্যাটসওর্থ ক্রিকেট ক্লাবে অনুশীলন শুরুর আগে জাতীয় সংগীত গায় বাংলাদেশ জাতীয় দল।’
প্রোটিয়াদের বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল ডারবানে হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ৭-১১ এপ্রিল, পোর্ট এলিজাবেথে।
সূত্র: দেশ রূপান্তর