শিরোনাম
দেশের জনপ্রিয় টিভি অভিনেতা ফারুক আহমেদ ২৫ মার্চ জন্ম গ্রহণ করেন। কিন্তু সবার মতো জন্মদিন পালন করেন না ফারুক। কারণ কি? ফারুক জানালেন ১৯৭১ সালের ২৫ মার্চ, হানাদার পাকিস্তানি বাহিনী নিরীহ বাঙালির ওপর বর্বর গণহত্যার ভয়াবহ স্মৃতিজড়িত ইতিহাসের এক কালো অধ্যায়। শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করতেই জন্মদিন পালন করেন না তিনি।
শুক্রবার ফারুক আহমেদ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে এই অভিনেতা লিখেন, ‘আজ ২৫ মার্চ। আজ কালরাত্রি। আজ গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা শহরে অতর্কিতে ঘুমন্ত জনগণের ওপর আক্রমণ চালায়। হত্যা করে হাজার হাজার নিরীহ মানুষ।’
জন্মদিন পালন না করার কারণ ব্যাখ্যা করে এই অভিনেতা লিখেন, ‘২৫ মার্চের ইতিহাস সকলেরই জানা। যে বিষয়টি মানুষ জানে না তা হলো, ২৫ মার্চ আমার জন্মদিন। হায়রে কপাল! ২৫ মার্চ কালরাত্রি আর গণহত্যা দিবসে আমার জন্মদিন। সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে আমি গণহত্যা দিবসে আমার জন্মদিন পালন করা থেকে বিরত থাকি। সকলকে আমার ভালোবাসা ও শ্রদ্ধা।’
সূত্র: দেশ রূপান্তর